অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-২/২০০৫(অংশ-১)/৫, তারিখ: ২৭/০১/২০০৯ খ্রিস্টাব্দ অনুসারে পূর্ণ হারে আজীবন পারিবারিক পেনশন পাবেন।
উত্তর : মূল পেনশনার, স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান।
সূত্র:
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-৩/২০০৫/৩৭৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/বিবিধ-৩/২০০৬/৪০৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ
উত্তর : আজীবন পাবে, তবে পেনশনারের অবসর গ্রহণ হতে ১৫ বৎসরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, স্বামীর পেনশন বন্ধ হয়ে যাবে।
সূত্র:
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৩.১৮-১৩৮, তারিখ: ১৪/১১/২০১৮ খ্রিস্টাব্দ
উত্তর : মোট পেনশন ১৬আনা। স্ত্রী সন্তান মিলে ৪ জনের অধিক হলেই ২ জন স্ত্রী ৪+৪ আনা পাবে, বাকী ৮ আনা সমান হারে সন্তানদের মাঝে বন্টন হবে। অর্থাৎ ১ম স্ত্রী ৪ আনা আর ২য় স্ত্রী সন্তানদের অংশ সহ (৪+৮)=১২ আনা পেনশন পাবে।
উত্তর : অবসরগমনকারী সরকারী কর্মচারীগণের পেনশন কেইস প্রক্রিয়াকরণে সহায়তা প্রদানের জন্য প্রত্যেক মন্ত্রনালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর পেনশন কেইস প্রক্রিয়াকরণে সরাসরি সম্পৃক্ত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসাবে মনোনয়ন প্রদান করেন। পেনশন কেবাস নিস্পত্তিতে তিনি সমন্বয়ক হিসাবে কাজ করেন।
সূত্র:
সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ২.০১
উত্তর : সরকারী কর্মচারী অবসর-উত্তর ছুটিতে গমনের ১১(এগার) মাস পূর্বে প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি) জারী করবেন।
সূত্র:
সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ২.০৫
উত্তর : যে সকল পেনশন কেইস না-দাবি প্রত্যয়নপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদির অভাবে নিস্পত্তি করা সম্ভব হয়না সেই সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর/উপযুক্ত উত্তরাধিকারীর আবেদনক্রমে প্রাপ্য আনুতোষিকের শতকরা ৮০ ভাগ এবং প্রাপ্য নিট পেনশন সাময়িকভাবে প্রদান করতে হবে- এটাই সাময়িক পেনশন।
সূত্র:
সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ২.১১
উত্তর : শতভাগ পেনশন সর্মপনকারী সরকারী কর্মচারীগণ অবসরগ্রহণের তারিখ হতে ১৫ বছর সময় অতিক্রান্তের পর মাসিক পেনশনের সুবিধাপ্রাপ্ত হবেন- এটাই পুন:স্থাপিত পেনশন।
সূত্র:
সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ২.১৩
উত্তর : প্রাপ্য হবেন না।
সূত্র:
সরকারী কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ,২০২০ এর ৪.০১
উত্তর : সর্মপিত পারিবারিক পেনশন সুবিধা প্রাপ্য হবেন। অর্থ্যাৎ মাসিক পেনশন ব্যতিত অন্যান্য ভাতাদি (উৎসবভাতা, চিকিৎসাভাতা, নববর্ষভাতা) পাবেন।
উত্তর : জিএফআর এর বিধি ….অনুযায়ী প্রতি এগারতম মাসে পেনশনারকে স্বশরীরে পে পয়েন্টে হাজির হয়ে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে-এটাই জীবন প্রমান (Life Verification)। ইএফটি প্রহণরত পেনশনারগণের ক্ষেত্রেও উক্ত বিধি প্রযোজ্য। সে আলোকে EFT গ্রহণরত পেনশনারগণকে EFT পেমেন্ট শুরুর সময় হতে ১১ তম মাসে স্বশরীরে পে পয়েন্টে হাজির হয়ে Life Verification সম্পন্ন করতে হবে।
সূত্র:
জিএফআর
উত্তর : হ্যাঁ । পেনশনারকে ১০ মাসে মোবাইল ফোনে এসেএমএম এর মাধ্যমে অবহিত করা হয়।